আগরতলা (ত্রিপুরা): বুধবার থেকে রাজ্যে গরীব মানুষরা পাবেন ২ টাকা কেজি দরে চাল। প্রতি রেশন শপে দেয়া হবে এই চাল।
এতে বছরে রাজ্য কোষাগার থেকে অতিরিক্ত ব্যয় হবে ৩৬ কোটি টাকা।
২ টাকা কেজি দরে চাল দেবার সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরার বামফ্রন্ট সরকার। ২০১৩ সালে বিধান সভা নির্বাচন। বড় জোর হাতে গোনা সাত মাস বাকী। আর নির্বাচনের প্রাক্কালে বড়-সড় চমক দিল বামফ্রন্ট রাজ্য সরকার।
রাজ্যে যে সব মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন (বি পি এল ও অন্ত্যোদয় ) তাদেরই এই সস্তা দরে চাল দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরআগে ভারতের অন্ধ্র প্রদেশেও সস্তায় চাল দেয়া হয়েছে গরীবদের।
রাজ্যে বর্তমানে বি পি এল কার্ড রয়েছে ১ লক্ষ ৮১ হাজার ৮৭৬টি। অন্ত্যোদয় যোজনায় কার্ড রয়েছে ১ লক্ষ ১৩ হাজার ১২৪টি।
তাছাড়া এ পি এল কার্ড হোল্ডার রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৩৬৬ জন। কার্ড পিছু চাল সরবরাহ করা হয় ১৮ কেজি, এ মাস থেকে তা বাড়িয়ে করা হবে ২০ কেজি।
বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com