কলকাতা: বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে মঙ্গলবার জানিয়ে দিলো, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতে ইলিশ রফতানি বন্ধ থাকবে৷ এর ফলে কলকাতা সহ রাজ্যের বাজারে ইলিশের দাম আরও বাড়বে৷
এদিকে, এদিনই পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে আসলো ৪৮ টন ইলিশ। ১৫ টি ট্রাকে করে আসে ওই মাছ৷ এসব ইলিশের ওজন ৬০০ গ্রাম থেকে ১ কেজির মধ্যে৷
চলতি মরসুমে এই প্রথম একসঙ্গে এত পরিমাণ ইলিশ সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকেছে৷
এরপরই কলকাতার বাজারে ইলিশের যোগান বাড়ায় দাম কিছুটা কমতে পারে বলে ইলিশ ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন৷
ইলিশের চালানটি পেট্রাপোল দিয়ে ভারতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক এক প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর কোনও ইলিশ ভারতে রফতানি করা হবে না।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর।