ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ব্যবসা নিলামে বিক্রি করার সিদ্ধান্ত ইউনিনরের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১২

নয়াদিল্লি: ভারতে তাদের পুরো ব্যবসা নিলামের মাধ্যমের বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মোবাইল ও ইন্টারনেট সংযোগ প্রদানকারী সংস্থা ইউনিনর।

ভারতে আসন্ন স্পেকট্রাম নিলামের আগেই এ নিলাম সম্পন্ন হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর জন্য ন্যূনতম দর ধরা হয়েছে ৪ হাজার কোটি রুপি।

এদিকে, ইউনিনরের মূল অংশীদার নরওয়েভিত্তিক টেলিকম সংস্থা টেলিনর নিলামে অংশ নেবে। অন্য কোনো সংস্থা নিলামে অংশ না নিলে তারা ৪ হাজার ১০৯ কোটি রুপি দিয়ে এ ব্যবসা কিনে নিতে পারে বলে জানা গেছে।

যদিও এ নিলামের বিরোধিতা করেছে ইউনিনরের ভারতের অন্যতম অংশীদার ইউনিটেক। তাদের অভিযোগ, ইউনিটেককে সরিয়ে দিতেই এ নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।