আগরতলা (ত্রিপুরা): অভিনব মৌন মিছিল করেছেন ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার চিত্রশিল্পীরা। মুখে কালো কাপড়ে ঢেকে রাজধানীর পথ পরিক্রমা করেছেন তারা।
আগরতলার সুকান্ত একাডেমীর সামনে থেকে শনিবার সকালে মুখমণ্ডলে কালো কাপড় ও গলায় দড়ি বেঁধে ওই পদযাত্রায় সামিল হন রাজ্যের বেকার ডিগ্রিপ্রাপ্ত চিত্রশিল্পীরা। মিছিলের মাধ্যমে শিল্পীরা রাজ্যে বঞ্চিত ও অবহেলিত বলে অভিযোগ তুলে নীরব কিন্তু রূঢ় প্রতিবাদ জানান।
অল ত্রিপুরা আন এমপ্লেয়েড ডিগ্রি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের চিত্রশিল্পীরা শনিবার এ প্রতিবাদী মৌন মুখোশ মিছিল করেন। বিভিন্ন সময়ে ইন্টারভিউ গ্রহণ করেও তাদের রাজ্য সরকার চাকরি দিচ্ছে না, এ অভিযোগ তুলে রাজপথে নামেন ওই চিত্রশিল্পীরা।
চিত্রশিল্পীরা ছয় দফা দাবির ভিত্তিতে তাদের এ আন্দোলন শুরু করেছেন বলে জানিয়েছেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, রাজ্য শিক্ষা দফতরের বিজ্ঞাপন অনুসারে ২০০২, ২০০৬ ও ২০০৯ সালের জবফর্মের ইন্টারভিউ নেওয়া বেকার চিত্রশিল্পীদের সিনিয়রিটি অনুযায়ী নিয়োগপত্র প্রদান করা, অবিলম্বে শিক্ষা দফতর পরিচালিত সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভিজুয়্যাল আর্টস বিষয় চালু করে ডিগ্রিপ্রাপ্ত (অনার্স) বিষয় শিক্ষক নিয়োগ করা, বয়সোত্তীর্ণ বেকার চিত্রশিল্পীদের রাজ্য সরকারের অধীনে চাকরি প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ইত্যাদি।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘন্টা, আগস্ট ০৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর