ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের উত্তরাখণ্ড, হিমাচলে বন্যা, ৭জনের মৃত্যু

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১২

নয়াদিল্লি: প্রবল বর্ষণের জেরে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্রবল বর্ষণের কারণে হড়কা বান পাহাড়ে ধস নেমে বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশের মানালিতেও।



উত্তরাখণ্ডের বন্যায় এখন পর্যন্ত ৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩ জন জওয়ানসহ ৫০ জন নিখোঁজ। ভাগীরথী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পার্শ্ববর্তী গ্রাম থেকে মানুষকে সড়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আপাতত ‘চারধাম যাত্রা’ স্থগিত রেখেছে উত্তরাখণ্ড সরকার।

অন্যদিকে, হিমাচল প্রদেশে মানালির কাছে পলচনে হড়কা বানের জেরে রোটাং-লেহ হাইওয়েতে ধস দেখা দিয়েছে। এর ফলে ওই সড়কপথ বন্ধ রাখা হয়েছে।

পরিস্থিতির মোকাবিলার জন্য সেনাবাহিনী, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ এবং সীমান্ত সড়ক সংস্থা (বিআরও)-র সাহায্য চেয়েছে সংশ্লিষ্ট দুই রাজ্যের সরকার।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর নিউজরুম এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।