আগরতলা (ত্রিপুরা): তিনি এখন আর প্রদীপ চন্দ্র দেব সরকার নন। তিনি এখন ড. প্রদীপ চন্দ্র দেব সরকার।
নিজের ডক্টরেট হবার খবর জানালেন পৃথিবীর বিখ্যাত ম্যাজিসিয়ান পিসি সরকার। তাকে পুরো পৃথিবী আজকে চেনে পিসি সরকার জুনিয়র নামেই।
আগরতলায় সোমবার সন্ধ্যায় পিসি সরকার জুনিয়র সাংবাদিকদের কাছে জানান তার ডক্টরেট লাভের কথা। সোমবারই তিনি ডক্টরেট লাভ করেন। মনোবিদ্যার ব্যবহারিক বিষয়ের ওপর গবেষণাপত্র লিখে তিনি এ ডক্টরেট পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর মনোবিদ্যা নিয়েই তার সমস্ত ম্যাজিক।
রসায়নের ছাত্র পিসি সরকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন মনোবিদ্যা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের পরেই শুরু হয়েছিল তার গবেষণাপত্র লেখার কাজ। কিন্তু মাঝে বাবা মারা যান। তিনি নেমে পড়েন ম্যাজিকের মঞ্চে। আর হয়ে ওঠেনি গবেষণাপত্র শেষ করার কাজ। গত কয়েক বছর আগে আবার নতুন করে কাজ শুরু করে শেষ করেন গবেষণাপত্র লেখার কাজ। জমা দেন বিশ্ববিদ্যালয়ে। শেষ পর্যন্ত ডক্টরেট লাভ করেন সোমবার।
বাংলা অন্তপ্রাণ এ মানুষটি আগামী ১৭ আগস্ট থেকে আগরতলায় আসছেন শো করতে। তিনি আগরতলায় একটি বিশ্বমানের স্কুলও তৈরি করছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর