কলকাতা: পশ্চিমবঙ্গের পঞ্জিকা অনুসারে ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস পালিত হল মঙ্গলবার। এদিন কলকাতার পাশাপাশি শান্তিনিকেতনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ জানানো হয়।
কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রভৃতি জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ফলকে মাল্যদানের পাশাপাশি সকাল থেকেই আয়োজন ছিল রবীন্দ্র সংগীতেরও।
ভোর থেকেই মানুষ ভিড় জমান নিমতলা মহাশ্মশানে। এখানে কবির মরদেহ দাহের পর নির্মিত সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মহাকরণে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্য।
এই উপলক্ষ্যে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে কলকাতার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। কলকাতা বিশ্ববিদ্যালয়েও এদিন আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
শান্তিনিকেতনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন ও উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত৷
এদিন সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠানের সূচণা হয়৷ শান্তিনিকেতনের উপাসনাগৃহে গান ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্মরণ করা হয় তাঁকে৷ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছাত্র-ছাত্রী ও অধ্যাপকেরা৷
এই দিনটির স্মরণে বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হয় এখানে৷ উপাসনাগৃহের পেছনেই প্রতীকি বৃক্ষরোপণ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কেন নারায়ণন৷
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর