নয়াদিল্লি : ভারতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পেলেন সৈয়দ নাসিম আহমেদ জাইদি। আগামী ২০১৭ সাল পর্যন্ত তিনি এ পদে থাকবেন।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে নিয়োগ করেছেন। নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির অবসরের পর ভিএস সম্পথ দেশের মুখ্য নির্বাচন কমিশনার হন। তখন থেকে ওই পদ ফাঁকা ছিল। অপর নির্বাচন কমিশনার এইচ এস ব্রহ্ম।
উত্তর প্রদশের আইএএস ক্যাডার অফিসার জাইদি গত ৩১ জুলাই অসামরিক বিমান পরিবহন সচিবের পদ থেকে অবসর নেন।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী সভার সামান্য রদবদল হয়েছে। মন্ত্রী বিলাসরাও দেশমুখ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার দায়িত্বে থাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের ভার দেওয়া হয়েছে অনাবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী ভায়ালার রবিকে। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে আপাতত এই মন্ত্রণালয় সামলাবেন।
দেশমুখ কেন্দ্রে মন্ত্রী হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠায় বীরভদ্র সিং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলে তার হাতে থাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের ভার দেওয়া হয়েছিল দেশমুখকে। মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিং ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রবিকে।
বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com