ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্যে নাশকতার পরিকল্পনা করেছিল এনএলএফটি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : সন্ত্রাসবাদীদের বড় ধরনের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন ধৃত জঙ্গি সবির দেববর্মা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজধানী আগরতলাসহ গোটা ত্রিপুরা রাজ্যে বড় সড় নাশকতার পরিকল্পনা করেছিল বিদ্রোহী জঙ্গি সংগঠন এনএলএফটি।

সিরিজ বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল আগরতলার ব্যস্ততম এলাকাগুলোতে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রইস্যাবাড়ি থানা এলাকা থেকে আটক এনএলএফটি’র সেকেন্ড ইন কমান্ড সবির দেববর্মা।

গত ২৮ জুলাই তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে বর্তমানে আগরতলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

সবির দেববর্মার গ্রেফতার সাম্প্রতিক সময়ে রাজ্য পুলিশের সবচেয়ে বড় সাফল্য।

সবির দেববর্মার বিরুদ্ধে ষড়যন্ত্র, খুনের চেষ্টা, অবৈধ সংগঠন করা, বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখা, জুলুম করে চাঁদা আদায় প্রভৃতি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গত ২২ জুলাই গণ্ডাছড়ায় বিদ্রোহী-টিএসআর সংঘর্ষে নিহত হন এনএলএফটি’র এক জঙ্গি। পালিয়ে যেতে সক্ষম হন আরো বেশ কিছু জঙ্গি সদস্য।

এরপর থেকেই পুলিশসহ নিরাপত্তার কাজে নিযুক্ত বিভিন্ন বাহিনীর মধ্যে বেড়ে যায় তৎপরতা। পুলিশের কাছে খবর ছিল, জঙ্গিদলের আরো বেশ কিছু সদস্য সুযোগ বুঝে সীমান্ত অতিক্রম করতে পারেন। বাকি জঙ্গিদের ধরতে ব্যাপকভাবে তল্লাশিতে নামেন নিরাপত্তা কর্মীরা। ফলে সীমান্ত এলাকায়ও জারি করা হয় উচ্চ সতর্কতা।

আর এ ঘটনার একদিন পার না হতেই ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে ধরা পড়েন এনএলএফটি’র সেকেন্ড কমান্ডিং অফিসার সবির দেববর্মা। পরে বিএসএফ থেকে ধৃত সবির দেববর্মাকে রইস্যাবাড়ী থানার হাতে হস্তান্তর করা হয়।

পরে কমলপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত আমবাসা থানায় সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠান সবিরকে। জানা গেছে, পুলিশি রিমান্ডে থাকাকালে অনেক গোপন তথ্যই ফাঁস করে দেন সবির। শুক্রবার তাকে ফের আদালতে তোলা হলে আগরতলা এসবি সেলে পাঠানো হয়। তার কাছ থেকে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা পুলিশের।

বুধবার ফের পাঁচ দিনের রিমান্ড চেয়ে কমলপুর প্রথম শ্রেণীর আদালতে তোলা হয় সবিরকে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এপিপি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী জানান, সবিরের স্বীকারোক্তিসহ ২২ পাতার এক বড় রিপোর্ট আদালতে পেশ করে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, সবির স্বীকারোক্তিতে জানিয়েছেন, চীন ও পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলো থেকে অস্ত্র সরবরাহ করা হয় এনএলএফটি’র বিভিন্ন শিবিরগুলোতে। বৃহস্পতিবার তার তিন দিনের পুলিশ রিমান্ড শেষ হচ্ছে। গোয়েন্দা সূত্রের খবর, পুলিশি রিমান্ডে আরো গোপন তথ্য ফাঁস করতে পারেন সবির।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।