কলকাতা : উত্তর ২৪ পরগনার চাকলায় জনতা-পুলিশ সঙঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জন্মাষ্টমী তিথিতে লোকনাথবাবার উৎসব উপলক্ষে বুধবার দিবাগত রাত থেকেই প্রচুর মানুষের ঢল নামে চাকলায়।
শুক্রবার সকালে মন্দিরের বাইরে লাইন দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চালায়।
উত্তেজিত জনতা এরপর পুলিশকে মারধর করে। চলে ধাওয়া পাল্টা-ধাওয়া। জনতা একটি বাইকেও আগুন ধরিয়ে দেয়। ২জন কনস্টেবল আহত হন।
পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। কয়েকটি মোটরবাইকে আগুন দেওয়ার পাশাপাশি ও পথচলতি কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। পরে আরো পুলিশ এসে পরিস্হিতি সামাল দেয়।
মন্দিরে আসা মানুষজনের দাবি, বিনা প্ররোচণায় জন্মাষ্টমী উৎসবের জমায়েতে লাঠি চালিয়েছে পুলিস।
বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com