কলকাতা: বাংলাদেশে রুই-পারশে রফতানি বন্ধের হুমকি দিল পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন৷
এর আগে রমজানে চাহিদা বেশি থাকায় ভারতে ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।
ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুলচন্দ্র দাস বুধবার বলেছেন, ইলিশ রফতানি বন্ধ হওয়ায় দিল্লির দ্বারস্থও হচ্ছেন তারা৷ দেখা করবেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে।
এদিন তিনি হুমকি দিয়ে বলেন, আলোচনায় কাজ না হলে পাল্টা পদক্ষেপ হিসেবে তারাও বাংলাদেশে কাতল, রুই,পারশে মাছ রফতানি বন্ধ করে দেওয়ার কথা ভাবতে বাধ্য হবেন৷ বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে কথা বলার জন্য এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছেন তারা৷
পশ্চিমবঙ্গে এবার গঙ্গার ইলিশের দেখা মিলছে না, তাই সঙ্কট সামাল দিতে ভরসা ছিল বাংলাদেশের ইলিশ৷ বর্ষার সময় প্রতিদিন ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসত সীমান্ত দিয়ে।
রাজ্যের দিঘা ও ডায়মন্ডহারবার, গুজরাটের ভারুচ, ওড়িশার পারাদ্বীপ, ধামরাই, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং মুম্বাই থেকে সব মিলিয়ে পাওয়া যেত ১৫০ থেকে ২০০ টন ইলিশ৷ এবার তার আমদানি নেই বললেই চলে।
বাংলাদেশ থেকে অবৈধভাবে কিছু ইলিশ রাজ্যের বাজারে ঢুকলেও দাম অনেক। মাছের দাম বাদ দিয়ে প্রতি বাক্সে খরচ পড়ছে অতিরিক্ত ৩ হাজার রুপি।
বাংলাদেশ সময় : ১৮০৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর/সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটরkumar.sarkerbd@gmail.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com