কলকাতা: মশা বাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলকাতার সল্টলেকের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু মানুষ।
পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সল্টলেকের ডেঙ্গু কবলিত এলাকায় যান রাজ্য স্বাস্থ্য দফতরের ৩ সদস্যের প্রতিনিধি দল।
সল্টলেকের ১৮, ২৩, ২৪ এবং ২৫ ওয়ার্ডে নির্মিয়মান ভবনের সংখ্যা বেশি থাকাতেই বিপত্তি ঘটেছে বলে দাবি স্বাস্থ্য কর্তাদের। এ সব বাড়িতে জমে থাকা পানিই ডেঙ্গুর জীবানুবাহী মশার আতুড়ঘরে পরিণত হয়েছে।
যদিও এই যুক্তি মানতে নারাজ বিধাননগর পুরসভা। পৌর -স্বাস্থ্যকর্তাদের দাবি, আক্রান্তরা নাকি বিধাননগরের বাসিন্দাই নন।
এদিকে, রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অসুস্থের সংখ্যা সবথেকে বেশি বিধাননগর পুরসভার ১৮,২৩,২৪, এবং ২৫ নম্বর ওয়ার্ডে।
ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুকান্ত নগর, ত্রিনাথপল্লি, দত্তাবাদ এলাকার বহু মানুষ। বিধাননগর মহকুমা হাসপাতালে বর্তমানে ৪ জন ডেঙ্গু আক্রান্তের চিকিৎসা চলছে।
পরিস্থিতি সামাল দিতে শুক্রবার থেকে সল্টলেক জুড়ে সচেতনামূলক প্রচার চালানো হবে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগণার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর