ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায়ও পালিত হবে বাংলাদেশের জাতীয় শোকদিবস

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২

কলকাতা: স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের শাহাদত বরণের দিন উপলক্ষে ১৫ আগস্ট বুধবার কলকাতায়ও পালিত হবে জাতীয় শোক দিবস।

কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধায় দিনটি পালন করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



ওই দিন সকাল সাড়ে ৮টায় উপহাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর থাকবে বঙ্গবন্ধুর জীবন ও আর্দশ নিয়ে আলোচনা সভা।

সকাল সাড়ে ১০টায় কলকাতার মৌলানা আজাদ কলেজের বেকার হোস্টেলের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ১২ ও ১৩ নম্বর কক্ষের বাইরে রাখা তার আবক্ষ মুর্তিতে শ্রদ্ধা জানাবেন উপহাইকমিশনার আবিদা ইসলামসহ উপহাইকমিশনের কর্মকর্তারা। কলকাতার সোনালী ব‌্যাংক ও বাংলাদেশ বিমানের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।