আগরতলা (ত্রিপুরা): জাতীয় নীতি পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বুধবার সকালে রাজধানীর আসাম রাইফেলস মাঠে ৬৬তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর দেওয়া বক্তব্যে তিনি এ সওয়াল করেন।
তিনি বলেন, “স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগে যে উদ্দীপনা বা উচ্ছ্বাস সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যেত, তা আজ আর লক্ষ্য করা যায় না। ”
এর কারণ হিসেবে মানিক সরকার বলেন, “আমাদের স্বাধীনতার যে উদ্দেশ্য বা লক্ষ্য ছিল তা অনেকটাই অর্জিত হয় নি। দেশে ক্ষুধা, দারিদ্র, বেকারত্বের মতো সমস্যার সমাধান হয় নি। শিক্ষাসহ বিভিন্ন বিষয় এখনও অবহেলিত। এসব কারণে এ মহান দিনটিকে নিয়ে উচ্ছ্বাস কমছে। ”
মানিক সরকার বলেন, “জাতীয় নীতির বিপরীতে আমরা এক বিকল্প ব্যবস্থা নিয়ে চলবার চেষ্টা করছি। ত্রিপুরা গত কয়েক বছরে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো প্রভৃতি দিক দিয়ে এগিয়েছে। আমরা চাই দেশের মধ্যে যে উন্নত রাজ্যগুলি রয়েছে তাদের সঙ্গে এক আসনে জায়গা করে নিক ত্রিপুরাও। ”
মুখ্যমন্ত্রী জানান, “একটা সময় ত্রিপুরা সন্ত্রাসবাদে আক্রান্ত হয়েছিলো। সন্ত্রাসবাদ উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। আজ সে পরিস্থিতি নেই। ”
তিনি বলেন, “এখনও যারা ভুল করে সন্ত্রাসবাদের বন্ধ্যা পথে রয়েছে, তারা জীবনের মূল স্রোতে ফিরে আসুক। সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে। ”
এ সময় নতুন ভারত গড়ার শপথ নেওয়ার পাশাপাশি ত্রিপুরাকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসারও আহবান জানান মানিক সরকার।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
প্রতিনিধি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর