ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ব্যান্ডেলে জনতা-পুলিশ সংঘর্ষে হাত ভাঙল নারী ডিএসপির

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২

কলকাতা: পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে বুধবার রণক্ষেত্র হয়ে উঠল হুগলির জেলার ব্যান্ডেল। আহত হলেন ১৬ জন পুলিশকর্মী।

 

উত্তেজিত জনতার আক্রমণে হাত ভেঙে গেছে কর্তব্যরত এক নারী ডিএসপি-র ৷ অ্যাডিশনাল এসপি তথাগত বসুর পায়েও আঘাত লেগেছে৷ এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে ৷

স্থানীয় কংগ্রেস নেতা দিলীপ পাসোয়ান খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার সকাল থেকে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন চৌমাথা মোড় অবরোধ শুরু করেন কংগ্রেস সমর্থকরা।

অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে ৷ ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও৷ এরপরই উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে অবরোধকারীদের।

এ ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কংগ্রেস নেতা দিলীপ পাসোয়ান খুনের ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।