কলকাতা: রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তাল হয়ে ওঠে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বর।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালটিতে ভাঙচুর চালান রোগীর আত্মীয় এবং হাসপাতাল চত্ত্বরে থাকা কিছু মানুষ।
বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিল দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা ১৫ বছরের কিশোর সন্তু রায়। ১৫ আগস্ট নিজের পাড়ায় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পায় সে। হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা করাতে এলে সন্তুকে পরীক্ষা করে অস্ত্রোপচারের কথা বলেন চিকিৎসকরা। ওই দিনই অস্ত্রোপচারের পর সন্তুর শারীরিক অবস্থার অবনতি হয় বলে অভিযোগ পরিবারের লোকেদের। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
সন্তু রায়ের মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর শুরু করেন তার আত্মীয়েরা। তাদের সঙ্গে যোগ দেন হাসপাতাল চত্ত্বরে থাকা অন্যান্য রোগীদের কিছু পরিজনেরাও। গণ্ডগোল করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনার জেরে সাময়িকভাবে হাসপাতালে রোগী ভর্তি বন্ধ করা দেওয়া হয়। বন্ধ রাখা হয় জরুরি পরিসেবা বিভাগও। ভাঙচুরের জেরে বেশ কিছুক্ষণ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সুশান্ত ব্যানার্জি এ ঘটনাকে ‘পরিকল্পিত গুণ্ডামি’ বলে চিহ্নিত করে বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করার চক্রান্ত চলছে। সরকার কড়া হাতে এর মোকাবিলা করবে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর