ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাস দুর্ঘটনায় নিহতদের জন্য ত্রিপুরা রাজ্য সরকারের ক্ষতিপূরণ ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বাস দুর্ঘটনায় নিহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে ত্রিপুরা রাজ্য সরকার। নিহতদের সবাইকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার।



মুখ্যমন্ত্রী জানান, গত ৮ আগস্ট ভোররাতে মেঘালয়ের তাংথাং এলাকার বাস দুর্ঘটনায় সব মিলিয়ে ৩১ জন মারা গিয়েছিলেন। তার মধ্যে ত্রিপুরার ১৭ জনের পরিচয় পাওয়া গেছে। ২৬ জন আহত হন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়েই রাজ্য সরকার ঊনকোটির জেলাশাসকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থলে যান। তারা নিহত রাজ্যের যাত্রীদের চিহ্নিত করে রাজ্যে আনার ব্যবস্থা ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
রাজ্য সরকার মৃতদেহ সৎকারের সমস্ত ভার নিজের কাধে তুলে নিয়েছে। এমনকি আহতদের চিকিৎসার সমস্ত দায়ও নিয়েছে সরকার।

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে গুয়াহাটি থেকে আগরতলা আসার পথে শেরওয়ালী ট্র্যাভেলসের একটি যাত্রীবাহী বাস ওই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি যাত্রীসহ রাস্তার পাশে এক গভীর খাদে পড়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।