নয়াদিল্লি: ব্যাংকিং আইনের বিরোধিতায় বুধ ও বৃহস্পৃতিবার ভারতজুড়ে ধর্মঘট শুরু করছে ৯টি সংগঠন। ধর্মঘটে সামিল হতে চলেছে ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী।
প্রসঙ্গত ভারতের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে বেসরকারি ব্যাংকগুলিকে অধিক ক্ষমতা দিতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সেই অনুযায়ী একটি বিল পাস করতে চায় ইউপিএ সরকার।
ওই বিলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নির্বাচনে বেসরকারি বিনিয়োগকারীদের ভোট দানের ক্ষমতা ১শতাংশ থেকে বাড়িয়ে ১০শতাংশ এবং বেসরকারি ব্যাংকে বিনিয়োগকারীদের ভোটদানের ক্ষমতা ১০শতাংশ থেকে বাড়িয়ে ২৬ শতাংশ করা হবে।
এছাড়া ওই রিজার্ভ ব্যাংকের হাতে যে কোনো বাণিজ্যিক ব্যাঙ্কের বোর্ডের অধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হবে। ব্যাংকে আউটসোর্সিং বাড়ানো হবে।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর