নয়াদিল্লি : পাকিস্তান নাগরিকত্ব ছেড়ে ভারতে আশ্রয়ের আশায় পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে অপেক্ষার প্রহর গুনছেন আরও ১৫ হিন্দু।
এরআগে পাকিস্তানের ১০টি হিন্দু পরিবার পাকাপাকিভাবে ভারতে চলে আসার ইচ্ছা প্রকাশ করেন।
বৈধ ভিসা থাকা সত্ত্বেও গত ১০ অগাস্ট সীমান্তে হিন্দু তীর্থযাত্রীদের একটি দলকে আটকে দেয় পাক কর্তৃপক্ষ। প্রায় ৭ ঘণ্টা আটকে রাখার পর তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পাকিস্তান ছাড়তে চাইছেন বলে সন্দেহ হওয়ায়- এই তীর্থযাত্রীদের সীমান্ত পেরোতে বাধা দেওয়া হয়েছিল।
এসবের মধ্যেই সোমবার ওয়াঘা সীমান্তে পাঞ্জাবের আটারি রেল স্টেশনে এসে পৌঁছান ১৫ সদস্যের হিন্দু পাকিস্তানি নাগরিক। তাদের সঙ্গেই পাকিস্তান থেকে ভারতে ফেরেন ২৬ জন ভারতীয়।
পাকিস্তান থেকে ভারতে পাকাপাকিভাবে আসতে চাইলে তাঁদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে কিনা তা নিয়ে দিল্লি সতর্কতার সঙ্গে এগোতে চাইছে বলে জানা গিয়েছে।
বাংলাদেশ সময় :১২১৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com