আগরতলা: বুধবার থেকে ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘট।
ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে বুধবার থেকে সারা দেশের সঙ্গে রাজ্যেও দু’দিনের ব্যাংক ধর্মঘটে অংশ নিচ্ছেন রাজ্যের ব্যাংক কর্মচারী ও কর্মকর্তারা।
ধর্মঘটের ফলে রাজ্যে ব্যাংকিং পরিসেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীসহ গোটা রাজ্যের সমস্ত ব্যাংকে ধর্মঘটের ফলে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
ব্যাংক শিল্পকে দেশি-বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে বেসরকারিকরণ করার লক্ষ্যে সংসদে পেশ করা ‘ব্যাংকিং আইন সংশোধনী বিল ২০১১’ প্রত্যাহার করা, ব্যাংকের ৩০ হাজার গ্রামীণ শাখা বন্ধ করে দেওয়ার কেন্দ্রীয় সরকারের উদ্যোগ বন্ধ করা, খান্ডেলওয়াল কমিটির রিপোর্ট বাতিল করা, ব্যাংকের কাজে আউটসোর্সিং বন্ধ করে কর্মচারী নিয়োগ করার দাবিতে দু’দিনের এ ধর্মঘটের ডাক দেয় ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন।
সংগঠন তাদের চার দফা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর