ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কয়লা ব্লক বণ্টনে অনিয়ম, সর্বদলীয় বৈঠক দাবি মমতার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২
কয়লা ব্লক বণ্টনে অনিয়ম, সর্বদলীয় বৈঠক দাবি মমতার

নয়াদিল্লি: ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক করে কয়লা ব্লক বণ্টনের অনিয়মের অভিযোগের ব্যাপারে সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকের দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নতুন অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করতে এসেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।

সারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হলেও রাজ্যের সুদ মওকুফের বিষয়ে এদিন কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের আর্থিক সাহায্য জরুরি এই বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র তার আলোচনায় বলবেন বলেও জানান তিনি।

এদিন তিনি বলেন, “অর্থমন্ত্রীর সঙ্গে জাতীয় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা হয়নি। ”

চিদাম্বরমের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।