ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিএসএফের গুলিতে মালদায় ২ গ্রামবাসী নিহত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের মালদা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে ২ গ্রামবাসী নিহত হওয়ার অভিযোগে উত্তেজনা দেখা দিয়েছে।  

স্থানীয় স‍ূত্রে জানা গেছে, গরু পাচারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের শোভাপুর।



বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা নাগাদ মালদার বৈষ্ণবনগর থানার শোভাপুরে সীমান্ত পার করে ভারত থেকে প্রায় আড়াইশ’ গরু বাংলাদেশে পাচারের চেষ্টা হয় বলে অভিযোগ উঠেছে।

সীমান্ত রক্ষী বাহিনী পাচারকারীদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংর্ঘষ বাঁধে বিএসএফের। দু’পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় আচমকা গুলিতে নিহত হয় ২ গ্রামবাসী।

যদিও এ ঘটনায় বিএসএফের তরফে দাবি করা হয়েছে, নিজেদের গুলিতেই নিহত হয়েছেন ২ গ্রামবাসী। এর পাশাপাশি গ্রামবাসীদের ছোড়া গুলি ও বোমার আঘাতে ৩ বিএসএফ জওয়ান জখম হয়েছেন বলেও দাবি করা হয়েছে৷

অন্যদিকে গ্রামবাসীদের দাবি, বিএসএফের গুলিতেই নিহত হয়েছেন ২ জন।

বিএসএফের মালদা ফ্রন্টিয়ারের কম্যান্ড্যান্ট শ্রী মধুকর বলেন, “জওয়ানরা গরুপাচারে বাধা দিতে গেলে বোমা পিস্তল নিয়ে তাদের উপর চড়াও হয় গ্রামবাসী। ২ বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। ”

তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোড়ে বিএসএফ ৷ নিজেদের ছোড়া গুলিতেই ২ গ্রামবাসী নিহত হয়। ”

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।