ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টুজি দুর্নীতি মামলায় ‘ক্লিনচিট’ পেলেন চিদাম্বরম

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২

নয়াদিল্লি: ভারতীয় টেলিকম মন্ত্রকের টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরমকে কার্যত ক্লিনচিট দিল সুপ্রিমকোর্ট।

চিদম্বরমের বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে দায়ের করা মামলা শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।



স্পেকট্রাম চিদম্বরমের ভূমিকায় এদিনএই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি জিএস সিংভি এবং বিচারপতি কেএস রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, স্পেকট্রাম দুর্নীতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জড়িয়ে থাকার যথেষ্ট প্রমাণ মেলেনি। এমনকি প্রথম ইউপিএ সরকারের অর্থমন্ত্রী থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, তেমন প্রমাণও নেই।

এরফলে পি চিদম্বরমের বিরুদ্ধে আনা জনতা দলের প্রধান সুব্রমনিয়াম স্বামী এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদন খারিজ হয়ে গেল ভারতের শীর্ষ আদালতে।

টুজি স্পেকট্রাম কাণ্ডে সাবেক টেলিকম মন্ত্রী এ রাজার পাশাপাশি প্রথম ইউপিএ সরকারের অর্থমন্ত্রী পি চিদম্বরমের জড়িত থাকা অভিযোগ এনে প্রথমে দিল্লির একটি আদালতে মামলা করেছিলেন সুব্রমনিয়ম স্বামী এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সেই মামলা খারিজ হওয়ায়, তারা সুপ্রিম কোর্টে আবেদন করেন। সুব্রমনিয়ম স্বামীদের দাবি ছিল, স্পেকট্রমের দাম নির্ধারণ এবং বন্টনে এ রাজার সঙ্গে সমান দোষী চিদম্বরম। তাই তার বিরুদ্ধেও সিবিআই তদন্ত হওয়া উচিত্‍। কিন্তু সেই আবেদনও খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

তবে এরপরেও হাল ছাড়তে নারাজ জনতা দলের প্রধান সুব্রমনিয়ম স্বামী। তিনি জানিয়েছেন, রিভিউয়ের জন্য পুনরায় আবেদন জানাবেন আদালতে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
আরডি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।