নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেড়ে যাওয়া পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ১০ অক্টোবর ঘোষণা করল নির্বাচন কমিশন(ইসি)৷
বুধবার নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২২ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৬ সেপ্টেম্বর, ১০ অক্টোবর ভোটগ্রহণ এবং ১৩ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে।
আর এই উপ-নির্বাচনে কংগ্রেসের প্রার্থী কে হবেন, তা নিয়েই আলোচনা এখন তুঙ্গে। যদিও কংগ্রেসের তরফ থেকে প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি৷
তবে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের কংগ্রেস প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জল বলেই ধারণা রাজনৈতিক মহলের৷
এরইমধ্যে বাবার ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে প্রস্তাব দিয়েছেন প্রণব পুত্র অভিজিৎ মুখার্জি৷
অধীর চৌধুরীও জানিয়ে দিয়েছেন, মুর্শিদাবাদের জেলা কংগ্রেস সভাপতি হিসেবে এই প্রস্তাবে তার কোনো আপত্তি নেই৷ তিনি এই প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন৷
তৃণমূলের সমর্থন থাকুক বা না থাকুক, উপনির্বাচন হলে জয় পেতে অভিজিতের কোনো সমস্যা হবে না বলেই দাবি অধীরের৷ এই পরিস্থিতিতে প্রণব-পুত্র অভিজিতেরই জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জল বলে মনে করছে রাজনৈতিক মহল৷
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
আরডি/সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর।