নয়াদিল্লি: ভারত পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপন করেছে৷ শনিবার সকাল ৯টা নাগাদ উড়িষ্যা উপকূলের বালেশ্বর থেকে পরীক্ষামূলক উৎক্ষেপন করা হয় ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২ এর৷
এই সফল উৎক্ষেপনের জন্য গবেষকদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি৷
ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২ লম্বায় নয় মিটার ও চওড়ায় এক মিটার। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই পৃথ্বী-২ প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত আনতে সক্ষম পৃথ্বী-২।
ভারতীয় সেনাবাহিনী ও ডিআরডিও’র গবেষকদের তত্ত্বাবধানে এই পরীক্ষা করা হয়৷ তবে, এটি রুটিন উৎক্ষেপন বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে৷
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর।