ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কয়লা ব্লক নিয়ে উত্তাল সংসদ, বিবৃতি মনমোহনের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২

নয়াদিল্লি: কয়লার ব্লক বণ্টন বিনিময়ে অনিয়মের অভিযোগে সোমবার ফের উত্তাল হলো ভারতীয় সংসদ৷

এদিন বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে শুরুর কিছুক্ষণের মধ্যেই বেলা ১২টা পর্যন্ত সংসদের দুই কক্ষের অধিবেশন মুলতবি হয়ে যায়।

এরপর বেলা ১২টার পর অধিবেশন পুনরায় শুরু হলে লোকসভায় কয়লা ব্লক বণ্টন সংক্রান্ত ক্যাগের রিপোর্ট নিয়ে বিবৃতি দেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এ সময় প্রধানমন্ত্রীর বিবৃতি চলাকালে প্রধান বিরোধী দল বিজেপি বাধা দেয়।

বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যেই সংসদ নিয়ে বিবৃতিতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্নে তুলে প্রধানমন্ত্রীর দাবি, কয়লা ব্লক বণ্টন নিয়ে আনা সব অভিযোগ ভিত্তিহীন৷

এর পাশাপাশি, ক্ষতির যে পরিমাণ ক্যাগের রিপোর্টে বলা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷

প্রধানমন্ত্রী জানান, তার মন্ত্রিসভার সিদ্ধান্তের সব দায়িত্ব তার৷

একইসঙ্গে সংসদ অচল করে রাখার জন্য বিজেপির সমালোচনাও করেন তিনি। প্রধানমন্ত্রীর বিবৃতির পর লোকসভা ফের মুলতবি হয়ে যায়।

এদিকে প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি প্রসঙ্গে মতবিরোধ দেখা দেয় এনডিএ শিবিরে। তার  ইস্তফার দাবিতে অনড় থাকে জোটের প্রধান শরিক বিজেপি ৷ সমর্থন করেছে শিবসেনাও৷

কিন্তু, বিজেপির দাবির বিরোধিতা করেছে শরিক অকালি দল। বিজেপির সিদ্ধান্ত তারা সমর্থন করছে না বলে জানিয়ে দিল জেডিইউ-ও৷ এদিন সকাল ১০টায় এনডিএ-র বৈঠক হওয়ার কথা থাকলেও শেষমুহূর্তে তা বাতিল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।