আগরতলা (ত্রিপুরা) : রাজ্য পুলিশে পদোন্নতির বিষয়টি এবার আদালত পর্যন্ত গড়াতে চলেছে। চার মহিলা পুলিশ ইন্সপেক্টরের পক্ষ থেকে বুধবার আইনী চিঠি দেয়া হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর কর্মকর্তাদের।
সম্প্রতি রাজ্য পুলিশে ৮৩ জন ইন্সপেক্টরকে পদোন্নতি দিয়ে ডিএসপি করা হচ্ছে। কিন্তু এই পদোন্নতির তালিকায় নাম নেই কোন মহিলা পুলিশ ইন্সপেক্টরের। এ নিয়ে রাজ্যে কর্মরত মহিলা পুলিশ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
যদিও রাজ্য সরকারেরে ঘোষিত নীতি রয়েছে, পুলিশে পদোন্নতির ক্ষেত্রে ৫ শতাংশ মহিলা সংরক্ষিত থাকবে। কিন্তু এবার পদোন্নতির যে রূপরেখা তৈরি হয় তাতে এই ঘোষণা মানা হয় নি।
এবারই প্রথম কোন মহিলা পুলিশ কর্মকর্তা নিজের পদোন্নতির জন্য এভাবে আইনী পথ নিল রাজ্যে।
বাংলাদেশ সময় : ১৯৫২ ঘণ্টা, আগষ্ট ২৯, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com