ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি বাম আমলের থেকে ভালো-মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে মশাবাহিত ডেঙ্গু (ডেঙ্গি) রোগের পরিস্থিতি মোটেই উদ্বেগজনক নয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তথ্য-পরিসংখ্যান দিয়ে তিনি মঙ্গলবার মহাকরণে বললেন, ডেঙ্গুতে এ পর্যন্ত রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

আর আক্রান্তের সংখ্যা ৬৩৮৷ বেসরকারি হাসপাতালের কোনো তথ্যই সরকারের কাছে নেই৷

তিনি আরো বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে কোনো কোনো মহল। সংবাদমাধ্যমে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়িয়ে-চড়িয়ে দেখানো হচ্ছে। চিকিৎসকদের একাংশ কিছু না বুঝেই ডেঙ্গু বলে দিচ্ছেন। অনেক সময় নিশ্চিত না হয়েই চিকিত্সকরা রোগীকে ডেঙ্গু আক্রান্ত বলছেন৷

তবে, সব চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগ নয় তার এটাও বলেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি এদিন তিনি বেসরকারি হাসপাতালগুলিকে আরও মানবিক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, পয়সা নয়, মানুষের কথা ভেবে চিকিৎসা করুন।

তবে জ্বর হলেই রক্ত পরীক্ষা করার পরামর্শও দেন তিনি।

ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান দিতে গিয়ে বিগত বাম আমলের ২০০৫ সালের সঙ্গে এবছরের তুলনা করে তিনি বলেন, এবছর এখনও পর্যন্ত ৩ জন মারা গেছেন৷ আর ২০০৫ সালে মারা গেছিলেন ৩৪ জন৷ আর ওই বছরে ৬ হাজার ২৭৩ জন আক্রান্ত হয়েছিলেন৷ এবছর আক্রান্তের সংখ্যা ৬৩৮৷

এদিকে, ডেঙ্গু পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এদিন সকালে মহাকরণে যাওয়ার পথে কলকাতার পিজি হাসপাতালে আচমকাই তিনি উপস্থিত হন। কথা বলেন কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও৷ খোঁজ নেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে৷

অপরদিকে, কলকাতা পৌরসভার তরফে মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, ডেঙ্গু নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে না তারা।

বাংলাদেশ সময়:১৭২৯ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।