ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় মারা গেলেন ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১২

কলকাতা: মশাবাহিত রোগ ডেঙ্গুর আক্রমনে কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার মারা গেছে আরও ৪ জন।



এদিন কলকাতার ঠাকুরপুকুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ডেঙ্গু আক্রান্ত শিখা মণ্ডলের। তিনি মগরাহাটের বাসিন্দা।

সকালে মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মুরারিপুকুরের বাসিন্দা ১৪ বছরের বিষ্টু ঘোষের। সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান শিক্ষক বাপ্পদিত্য মাঝি। এছাড়া ৯৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবনীতা মণ্ডল একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ নিয়ে রাজ্যে ডেঙ্গ‍ুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮। এরমধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ২২ জনের। যদিও সরকারি মতে ডেঙ্গু রোগে মারা গেছেন ৩ জন।

শহরজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আর তার সঙ্গেই বাড়ছে সাধারণ মানুষের আতঙ্ক। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে মিলছে না শয্যা। ঝুলছে নো ভ্যাকেন্সি বোর্ড।

ডেঙ্গুর প্রকোপের মধ্যেই আশার খবর নিয়ে এসেছে নিম্নচাপের বৃষ্টি। চিকিৎসকদের মতে, ভারী বৃষ্টিপাত হলে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ। কেননা, বৃষ্টিতে বয়ে যাবে জমা পানি, ধুয়ে যাবে মশার
লার্ভাও। ফলে, ধীরে ধীরে ডেঙ্গ‍ুর প্রকোপও কমবে।

এদিকে ডেঙ্গু নিয়ে এদিন সব দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
আরডি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।