কলকাতা: রাজ্যে নারীদের সম্পূর্ণ পৃথক একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বুধবার শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠান তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে গড়ে তোলা হবে।
এদিন তিনি আরও বলেন, মিনি মাধ্যমিক নয়, স্কুলের প্রশ্নপত্রেই হবে নবম শ্রেণির পরীক্ষা।
অষ্টম শ্রেণি থেকে পাস-ফেল উঠে যাওয়ায় রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের আওতায় নবম শ্রেণির পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছিল শিক্ষা দফতর। কিন্তু তাতে ছাত্রছাত্রীদের ওপর অযথা চাপ বাড়বে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। ফলত পড়ুয়াদের স্বার্থেই নবম শ্রেণিতে বোর্ডের পরীক্ষার পক্ষপাতী নন বলে এদিন জানান তিনি।
সেইসঙ্গে, রাজ্যে ক্ষমতাসীন সরকার শিক্ষা ক্ষেত্রে এক বছরে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘শিক্ষারত্ন’ পুরষ্কার চালু করেছে রাজ্য সরকার। খুদে পড়ুয়াদের ওপর থেকে পড়ার চাপ কমাতে একটাই পাঠ্যবই চালু করতে চলেছে সরকার।
প্রথম শ্রেণির জন্য ‘আমার বই’ নামে একটি পাঠ্যপুস্তকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণিতেও এই পাঠ্যবই চালু করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে গত বছরের মতো এ বছরও ১০০ জন শিক্ষককে বিশেষ স্বীকৃতি হিসাবে প্রত্যেকের হাতে ২৫ হাজার রুপি ও স্মারক তুলে দেওয়া হয়।
এদিকে, শিক্ষক দিবস উপলক্ষ্যে কলকাতার গোষ্ঠ পালের মূর্তির সামনে কলকাতা পুলিশ এবং পৌরসভার উদ্যোগে বুধবার পালিত হয় শিক্ষক দিবস। এদিন কলকাতা পুরসভার ৫০টি স্কুলের ৫০ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের মানপত্র দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে প্রতি বছরই শিক্ষক দিবসে স্মারক ও মানপত্র দিয়ে সম্মানিত করা হবে শিক্ষকদের। শিক্ষকদের অবসর গ্রহণের পরও তাদের সমাজ গড়ার কাজে লাগানোর জন্য উদ্যোগী হবে রাজ্য সরকার।
অনুষ্ঠানে বিভিন্ন জেলার বিভিন্ন পৌর ও পঞ্চায়েত এলাকার জন্য ৩২টি অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
আরডি/এজে