শিলিগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি জেলার কুচলিবাড়ি থানার তিনবিঘা করিডোর সংলগ্ন এলাকাকে পর্যটন কেন্দ্ররূপে গড়ে তুলবে পশ্চিমবঙ্গ সরকার।
এ বিষয়ে তিনবিঘা পার্ক ঘিরে পর্যটনের দায়িত্ব নিতে আগ্রহী রাজ্যের বনমন্ত্রক।
এদিকে তিনবিঘাতে রাজ্য সরকার ২৫ লাখ রুপি ব্যয়ে আধুনিক অডিটোরিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মেখলিগঞ্জের বিডিও সপ্তর্ষি নাগ।
তিনি বলেন, “এখানে প্রায়শই ভারত-বাংলাদেশের আধিকারিক পর্যায়ের বৈঠক হয়। স্থানীয় প্রশাসনিক বৈঠকও হয়। এই বৈঠক কনফারেন্স রুম বা হল নেই। আন্তর্জাতিক স্তরের বৈঠক পর্যন্ত ফাঁকা মাঠে করতে হয়। ”
তিনি আরও বলেন, “এখানে আন্তর্জাতিকমানের ভিআইপিরা এলেও তাদের বিশ্রামের কোন কক্ষ নাই। এই অডিটোরিয়ামের সঙ্গে বিশ্রামকক্ষও গড়ে তোলা হবে। ”
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২
আরডি/ জেডএম