আগরতলা (ত্রিপুরা): ভারত ও বাংলাদেশের দুই সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোর একটি মানচিত্র প্রস্তুত করছে। সীমান্তে অপরাধ দমন সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিএসএফ’র এক কর্মকর্তা জানিয়েছেন, যেসব সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক বাণিজ্য বা অন্য অপরাধ বেশি সংঘটিত হয় তার একটি তালিকা তৈরি হচ্ছে। যেসব সীমান্ত পয়েন্টে অপরাধ বেশি হচ্ছে, তার একটি মানচিত্র প্রস্তুত করা হচ্ছে। এতে অপরাধ দমন সহজ হবে।
তিনি আরো জানান, বিএসএফ এবং বিজিবি যৌথভাবে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে এ ধরনের ১১৫টি পয়েন্ট বা এলাকা চিহ্নিত করেছে।
প্রথম দিকে বিজিবি ১২০টি পয়েন্ট বা এলাকা চিহ্নিত করে এবং বিএসএফ ১২৭টি পয়েন্টকে অপরাধপ্রবণ বলে চিহ্নিত করে। শেষ পর্যন্ত দুই তরফে মিলে ১১৫টি এলাকাকে অপরাধপ্রবণ হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করা হয় বলে জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। বাংলাদেশের সঙ্গে শুধু ত্রিপুরা রাজ্যের রয়েছে ৮শ’ ৫৬ কিলোমিটার সীমান্ত।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর