ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কয়লা ইস্যুতে দেশবাসীকে বিভ্রান্ত করেছে বিজেপি: কেন্দ্রীয় মন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): কয়লা খাদান কেলেঙ্কারি নিয়ে স্পষ্টীকরণ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বদলে তিনি অভিযোগের আঙ্গুল তুল্লেন বি জে পির দিকে।

আজকের সাংবাদিক সম্মেলনে কেগ রিপোর্টে কেন্দ্রীয় সরকারের বক্তব্য প্রচার করা হলেও রাজ্য রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে কংগ্রেস দলের ভূমিকা সংক্রান্ত বিষয়ে একটি কথাও উচ্চারণ করেননি কেন্দ্রীয় অর্থদপ্তরের রাষ্ট্রমন্ত্রী নমনারায়ন মিনা।

এমনকি প্রদেশ সভাপতি সুদীপ রায় বর্মন রাজ্য সংক্রান্ত বিষয়ে প্রশ্ন না করতে অনুরোধ করেন। আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ আইসিসি’র পর্যবেক্ষক লুইজিনো ফেলেরিও, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, বিধায়ক গোপাল রায়, বিরোধী দলনেতা রতন লাল নাথ প্রমুখ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থদপ্তরের রাষ্ট্রমন্ত্রী নমনারায়ণ মিনা বলেন, নির্বাচনকে সামনে রেখেই এন ডএ এই পদক্ষেপ নিয়েছে। শ্রী মিনা জানান ইউপিএ –এর পক্ষ থেকে কেগ রিপোর্ট নিয়ে সংসদে আলোচনার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু এনডিএ –এর পক্ষ থেকে বারবার এই আলোচনায় বাধা সৃষ্টি করা হয়েছে। আলোচনা হলে এনডিএ–এর সময়ে কয়লা খাদান বন্টনে যে অনিয়ম হয়েছে তা সামনে এসে যাবে বলেই তারা তা করতে চায়নি বলে মন্তব্য করেন শ্রী মিনা।

গত মঙ্গলবারই তিনি রাজ্য সফরে আসেন। কংগ্রেস-র মহাকরণ অভিযান উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখেন। জানা গেছে, সারাদেশে কয়লা খাদান বন্টন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে সেই সম্পর্কে জনগণকে স্পষ্টিকরন দিতেই তার এই রাজ্য সফর।

কয়লা খাদান বন্টনে কেগ রিপোর্ট নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় অর্থদপ্তরের রাষ্ট্রমন্ত্রী নমনারায়ণ মিনা।

বাংলাদশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটটি এটির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।