আগরতলা (ত্রিপুরা): কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী নমনারায়ন মীনার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী।
বাদল চৌধুরী বলেন, কেন্দ্রীয় মন্ত্রী এখানে আসার পর কংগ্রেস দলের কিছু নেতা তার কাছে মিথ্যা তথ্য তুলে দিয়েছেন।
রাজ্য সরকার ২০ শতাংশ টাকাও ব্যয় করতে পারেনি একথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিভাবে বললেন প্রশ্ন তোলেন মন্ত্রী বাদল চৌধুরী। তিনি বলেন, ত্রিপুরাকে তো বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারই পুরস্কৃত করছে।
তথ্য দিয়ে মন্ত্রী বলেন, ত্রয়োদশ অর্থ কমিশনের কাছে রাজ্য সরকার ২৬ হাজার ৬৪২ কোটি ৪৪ লাখ টাকা দাবি করেছিল। ত্রয়োদশ অর্থ কমিশন রাজ্যকে ১৩ হাজার ১২৭ কোটি ৮৮ লাখ টাকা দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দ্বাদশ অর্থ কমিশনের তুলনায় রাজ্য সরকার ৫৫.৯৬ শতাংশ অর্থ বেশি পেয়েছে। অথচ অরুণাচল প্রদেশের বরাদ্দ বেড়েছে ১৫৮.৩৪ শতাংশ, মিজোরামের জন্য ৮৪.৪০ শতাংশ বরাদ্দ বেড়েছে। সিকিমের বরাদ্দ বেড়েছে ১৪৭.৪২ শতাংশ।
দ্বাদশ অর্থ কমিশনের তুলনায় ১০০ শতাংশ বরাদ্দ বেড়েছে ২০টি রাজ্যের। ত্রিপুরার জন্য ১০০ শতাংশ বরাদ্দ বাড়ালে রাজ্যকে এমন কঠিন আর্থিক পরিস্থিতিতে পড়তে হতো না। অর্থমন্ত্রী বলেন, কর্মচারীদের বেতন-ভাতা খাতে রাজ্য সরকার ত্রয়োদশ অর্থ কমিশনের কাছে ১৩ হাজার ৯২.৪ কোটি ৪৩ লাখ টাকা দাবি করেছিল। কিন্তু ত্রয়োদশ অর্থ কমিশন বরাদ্দ করেছে ৭ হাজার ৭২৭ কোটি ৯০ লাখ টাকা।
উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ত্রিপুরা সরকারকে টাকা দেওয়া হলেও খরচ করতে পারছে না।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর