নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের মুজাফ্ফরের হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র অভিজিৎকেই প্রার্থী করল কংগ্রেস।
প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হওয়ায় জন্য তার ছেড়ে দেওয়া জঙ্গিপুরে আগামী ১০ অক্টোবর উপনির্বাচন হচ্ছে।
বর্তমানে বীরভূম জেলার নলহাটির বিধায়ক অভিজিৎ মুখার্জিকে প্রার্থী করা হবে বলে কংগ্রেসের অভ্যন্তরে শোনা যাচ্ছিল।
পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে তার নাম প্রস্তাব করেন। তিনি এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ দিল্লিতে শুক্রবার রাতে বলেছেন, “কংগ্রেস সভানেত্রী সেই প্রস্তাব অনুমোদন করেছেন। ”
বিগত লোকসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে প্রায় ৯৫ হাজার ভোটে জিতেছিলেন প্রণব মুখার্জি।
জঙ্গিপুর আসনে এরইমধ্যেই প্রার্থী হিসেবে মুজফ্ফর হোসেনের নাম ঘোষণা করেছে সিপিএম। তিনি জনপ্রিয় সংখ্যালঘু নেতা এবং কৃষক পরিবারের সন্তান।
বাংলাদেশ সময়: ১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
আরডি/ জেডএম