ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেই জেল!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২

নয়াদিল্লি: প্লাস্টিক ব্যাগের ব্যবহার সার্বিকভাবে নিষিদ্ধ করার জন্য এবার কঠোর মনোভাব দেখাল রাজ্য সরকার।

রাজ্যবাসীকে এই ব্যাগ ব্যবহার করলে জেল হতে পারে বলে সর্তক করা হয়েছে।



দিল্লিতে ১১ সেপ্টেম্বর থেকে সার্বিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্লাস্টিক ব্যাগের ব্যবহারের ওপর। এর আগেও দিল্লি সরকার ৩ বছরের জন্য প্লাস্টিক ব্যাগের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তাতেও রোখা যায়নি এর ব্যবহার।

তাই এবার আরও কড়াভাবে জারি করা হল নিষেধাজ্ঞা।

এনভায়ারম্যান্ট প্রোটেকশন অ্যাক্ট, ১৯৮৬ এর নিয়ম মেনে লাগু হওয়া এই নিষেধাজ্ঞা ভঙ্গকারীর জন্য কড়া শাস্তির বিধান রয়েছে আইনে। অভিযুক্তের ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা দিতে হতে পারে ১ লাখ রুপি পর্যন্ত। অথবা এই দুটি শাস্তিই মিলতে পারে নিষেধাজ্ঞা ভাঙলে।  

উল্লেখ্য,দিল্লির পাশাপাশি মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশ, গোয়া এবং পশ্চিমবঙ্গ সরকার প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু তা সত্তেও যথেচ্ছ ভাবে এর ব্যবহার চলছে বলে অভিযোগ করছেন পরিবেশপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।