নয়াদিল্লি: ভারত সরকার সম্প্রতি বছরে পরিবার পিছু ৬টি করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছে।
তবে, দিল্লির রাজ্য সরকার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলোর জন্য সস্তায় ৯টি করে সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের এ ঘোষণাকে ঘিরে বির্তক শুরু হয়েছে ভারতের রাজনীতিতে।
সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ঘোষণা দেন, দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারপিছু ভর্তুকিতে অতিরিক্ত ৩টি সিলিন্ডার দেবে দিল্লি সরকার। এর ফলে, সরকার ঘোষিত ছয়টির জায়গায় ভর্তুকি দামে তারা পাবে মোট নয়টি সিলিন্ডার।
মুখ্যমন্ত্রী বলেছেন, গরিব মানুষের কথা ভেবেই তাদের এ সিদ্ধান্ত।
তবে, দিল্লি বিধানসভা নির্বাচন আসন্ন তাই এমন সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনাও দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিকে, রান্নার গ্যাসের ভর্তুকি ছাঁটাই ঘিরে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি কেন্দ্রের কাছে দাবি করেছেন, পরিবারপিছু ভর্তুকিতে রান্নার গ্যাসের সিলিন্ডার সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ২৪টি করতে হবে।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর