নয়াদিল্লি: ভারতজুড়ে ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং খুচরা বাজারে বিদেশি বিনিয়োগ(এফডিআই) অনুমোদনের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার ভারতের ক্ষমতাসীন ইউপিএ সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূলের ৬ মন্ত্রী৷
বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়ের নয়াদিল্লিস্থ বাসভবনে জড়ো হন তৃণমূলের মন্ত্রীরা।
সেখান থেকে বিকেল ৪টা নাগাদ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে এসে উপস্থিত হন তারা।
প্রধানমন্ত্রী মনমোহনের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে তার হাতে পদত্যাগপত্র হস্তান্তর করে বিকেল সাড়ে ৪টা নাগাদ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন পদতাগী তৃণমূল মন্ত্রীরা৷
এ সময় রাষ্ট্রপতির হাতে ইউপিএ সরকারের ওপর থেকে তৃণমূলের সমর্থন প্রত্যাহারের চিঠি তুলে দেওয়া হয়।
পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষে সদ্য সাবেক হওয়া রেলমন্ত্রী মুকুল রায় তার প্রতিক্রিয়ায় এফডিআই নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করে বলেন,“ সংখ্যালঘু ইউপিএ সরকার খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ নিয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছে৷” শরীকদের সঙ্গে আলোচনা না করে এ সিদ্ধান্ত গ্রহণ অনৈতিক বলেও এ সময় অভিযোগ করেন তিনি৷
এদিকে তৃণমূল কংগ্রেস প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী কেন্দ্রের সংস্কার কর্মসূচির প্রতিবাদে রাজ্যের পাশাপাশি দিল্লিতেও বেশকিছু কর্মসূচি আহবান করেছে তৃণমূল। সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কারণ জনগণের সামনে উপস্থাপনের পাশাপাশি কেন্দ্রের গৃহীত সংস্কার কর্মসূচির বিরুদ্ধে সংসদের বাইরেও বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা৷
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
আরডি/ সম্পাদনা: রাইসুল ইসলাম নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর