ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ কংগ্রেসের মন্ত্রীদের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২

কলকাতা: তৃণমূলের ইউপিএ-২ সরকারের মন্ত্রিসভা থেকে শুক্রবার পদত্যাগ করছেন তৃণমূলের ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী।   তার পাল্টা জবাব দিতেই পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে চলেছেন কংগ্রেসের মন্ত্রীরা।



হাইকমান্ড থেকে তাদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

শনিবার কংগ্রেসের মন্ত্রীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে বিকেল ৫টায় পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভায় কংগ্রেসের ২ জন পূর্ণমন্ত্রী ও ৪ প্রতিমন্ত্রী রয়েছেন। তারা হচ্ছেন সেচ, বস্ত্রবয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী ডা. মানস ভূঁইয়া, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী আবু হেনা, পরিকল্পনা ও উন্নয়ন প্রতিমন্ত্রী প্রমথনাথ রায়, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আবু নাসের খান চৌধুরী, ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী সুনীল তিরকে এবং শ্রম প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

আরও একজন পরিষদীয় মন্ত্রী মনোজ চক্রবর্তী আগেই পদত্যাগ করেছিলেন।

প্রদীপ ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে কংগ্রেসের মন্ত্রীদের মধ্যে অনেকেই কলকাতার বাইরে রয়েছেন। তারা কলকাতায় ফিরলে সরকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।