ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পার্থ দাস ইস্যুতে বিরোধীদের বিধান সভা বয়কট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বিধায়ক পার্থ দাস ইস্যুতে বিধান সভা বয়কট করেছে বিরোধীরা। শুক্রবার বিধানসভার শেষ অধিবেশন শুরু হয়।

এদিন প্রথম বেলাতেই পার্থ দাসের বিধায়ক পদ খারিজের দাবি জানান বিরোধীরা। তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান।

তাদের বিক্ষোভের মুখে সভার কোন কাজকর্ম হয়নি। পার্থ দাস ইস্যুতে বিরোধীদের আলোচনা করার অনুমতি দেননি অধ্যক্ষ। তিনি বলেন, বিষয়টি এখনো বিচার বিভাগের অধীনে রয়েছে। ফলে এ নিয়ে সভায় আলোচনা করা যাবে না।

কিন্ত অধ্যক্ষর কথা না মেনে বিরোধীরা আবারও এই বিষয়ে আলোচনা এবং পার্থ দাসের বিধায়ক পদ খারিজের দাবি জানান।

শেষ পর্যন্ত তাদের বিক্ষোভের মুখে বেলা সোয়া বারটা নাগাদ অধ্যক্ষ সভা মুলতুবি করেন।
বেলা দুটোয় ফের শুরু হয় বিধানসভার কাজ। তখন বিরোধীরা সভা বয়কট করেন।

এদিন অবশ্য বিধান সভায় উপস্থিত ছিলেন না বিধায়ক পার্থ দাস।

বামফ্রন্টের বিধায়ক পার্থ দাসের বিরুদ্ধে অভিযোগ , তিনি জাল কাগজপত্র জমা দিয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ তোলা হয়েছিল প্রায় চার বছর আগেই। বিরোধী দলের অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটি পার্থ দাসের জমা দেওয়া কাগজপত্র জাল বলে রায় দেয়।  
পার্থ দাসের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে প্রতিটি ব্লকে মিছিল, বিক্ষোভ সভা করেছে কংগ্রেস ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
সম্পাদনা: শাহেদ হোসেন/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।