ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেসের মন্ত্রীরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেসের মন্ত্রীরা

কলকাতা: কংগ্রেস হাইকমান্ডের নির্দেশ মতো রাজ্য মন্ত্রিসভা থেকে শনিবার পদত্যাগ করলেন কংগ্রেসের মন্ত্রীরা। এর পাশাপাশি এদিন তৃণমূলের পরিচালিত রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল কংগ্রেস।



এদিন বিকাল ৫টায় মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে পদত্যাগপত্র তুলে দিলেন কংগ্রেসের ৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী।

এরপরই মহাকরণ থেকে বের হয়ে তারা কলকাতার রাজভবনে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এমকে নারায়াণন সঙ্গে দেখা করে, রাজ্য সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের চিঠি তুলে দেন রাজ্য কংগ্রেসের পক্ষে ৷

তৃণমূল ইউপিএ -২ সরকার থেকে সমর্থন প্রত্যাহারের পর রাজ্যে কংগ্রেস যে জোট ভেঙে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে, তা কার্যত অবধারিতই ছিল ৷

কংগ্রেসের অভিযোগ, রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও নারী নির্যাতনের মতো অপরাধের ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷

এদিন রাজ্য কংগ্রেসের হেভিওয়েট নেতা অধীর চৌধুরীর দাবি, রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করায় কংগ্রেসের ভালোই হবে।

এদিকে, কংগ্রেস সূত্রে জানা গেছে, তৃণমূল মন্ত্রীরা পদত্যাগ করার পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল আসন্ন। এই পরিস্থিতিতে, রাজ্য থেকে অন্তত ৩ জন কংগ্রেস সাংসদকে মন্ত্রী করার দাবি জানিয়েছে রাজ্য কংগ্রেস।

চিঠি লিখে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে বলেছেন, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ দেশের তৃতীয় বৃহত্তম রাজ্য। তাই পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায়  সঠিক সংখ্যায় প্রতিনিধিত্ব থাকা উচিত। এ ছাড়া তৃণমূল কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহার করায় এই পরিস্থিতিটা রাজ্য কংগ্রেসকে উজ্জীবিত করার পক্ষে দারুণ সুযোগ।

রাজ্য থেকে এক জন পূর্ণমন্ত্রীসহ অন্তত তিনজন কংগ্রেস সাংসদকে মন্ত্রী হিসেবে মনোনীত করার চিঠিতে আর্জি জানানো হয়েছে ৷

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
আরডি/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।