নয়াদিল্লি: ভারতের নয়া রেলমন্ত্রী হলেন কংগ্রেসের সিপি যোশি। তিনি তৃণমূল কংগ্রেসের পদত্যাগী রেলমন্ত্রী মুকুল রায়ের পরিবর্তে শনিবার দায়িত্ব নেন।
এর ফলে তৃণমূলের ছেড়ে যাওয়া রেল মন্ত্রণালয় অন্য শরিক দলকে না দিয়ে নিজেদের হাতেই রাখল কংগ্রেস৷
ভারতের সড়ক পরিবহনমন্ত্রী সিপি যোশিকে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। ইউপিএ-২ সরকারের ৩ বছরে তিনি চতুর্থ রেলমন্ত্রী৷
এর আগে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন তিনি৷
রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই পরিকাঠামো উন্নয়নের পক্ষে সওয়াল করে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবো৷ রেলের অবকাঠামো উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হবে৷’’
সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে এত দিন রেলের ভাড়া বাড়ানো যায়নি৷ তৃণমূল সরে যাওয়ার পরে রেল মন্ত্রণালয় আপাতত কংগ্রেসের হাতে৷ এবার কি তা হলে রেলের ভাড়া বাড়বে? তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর