কলকাতা: মাত্র ৫ মাসের ব্যবধানে আবারও মহাকরণ ঘুরে গেলেন কোনও শীর্ষস্থানীয় যুক্তরাষ্ট্রের কূটনীতিক। গত মে মাসেই মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে কলকাতায় আসেন পররাষ্ট্রসচিব হিলারি ক্লিনটন।
সোমবার যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। মহাকরণ সুত্রে জানা গেছে, এদিন দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়।
খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ (এফডিআই) সহ মার্কিন বিনিয়োগের প্রসঙ্গ নিয়ে কথা হয় বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে ।
এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এফডিআই প্রসঙ্গ নিয়ে আলোচনা হয় তা সাংবাদিকদের জানিয়েছিলেন হিলারি ক্লিনটন।
কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। গত ৫ মাসে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। দিল্লির ইউপিএ-২ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছে তৃণমূল। যে বিরোধিতার অন্যতম মুল বিষয় ছিল এফডিআই বিরোধিতা।
সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কলকাতা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরআগে কেরালা এবং উত্তরপ্রদেশ সফর করেছিলেন ন্যান্সি পাওয়েল।
উল্লেখ্য, ভারতের এই ২ রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এফডিআইয়ের বিরোধিতা করছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে ন্যান্সি পাওয়েলের কলকাতা সফরের উদ্দেশ্য নিয়ে।
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
আরডি/এনএস