গুয়াহাটি: আসামে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় আরো কয়েকটি নতুন এলাকা প্লাবিত হয়েছে।
বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। হাজো এবং লখিমপুর জেলা থেকে নতুন করে তিনজনের মৃত্যুর খবর এসেছে। সব মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা ১২তে দাঁড়াল।
রাজধানী গুয়াহাটির বহু এলাকা প্লাবিত। গড়চুক, সুনসালি, পাণ্ডু, খারগুলি, ফ্যান্সি বাজার প্রভৃতি এলাকায় পানি জমে আছে। প্রবল বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র নদে পানি বিপদসীমা ছাড়িয়েছে। ইতোমধ্যেই সেনা ও আধাসামরিক বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে। প্লাবিত এলাকা থেকে জনসাধারণকে নিরাপদ জায়গায় নিয়ে আসার কাজ চলছে।
অরুণাচল প্রদেশেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চীন সীমান্তবর্তী এলাকা আঞ্জাউ থেকে নতুন করে পাঁচ জনের মৃত্যুর খবর এসেছে।
অরুণাচলে বন্যায় এ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা : শাহেদ হোসেন, নিউজরুম এডিটর