ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহনের আর্থিক সংস্কার নীতিতে ইউপিএ শরিকদের সর্মথন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২

নয়াদিল্লি: কংগ্রেসের পর এবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আর্থিক সংস্কার নীতিকে বৃহস্পতিবার জোরদার সমর্থন জানাল ইউপিএ-২ সরকারের শরিক দলগুলো। ইউপিএ ছেড়ে তৃণমূল বেরিয়ে আসার পর এদিনই প্রথম বৈঠকে বসে কেন্দ্রের শাসক জোটের সমন্বয় কমিটি।



বৈঠক সূত্রে জানা গেছে, ভারতের আর্থিক পরিস্থিতির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংহ যে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে শরিকরা পূর্ণ সমর্থন জানিয়েছে।

দিল্লিতে ইউপিএ জোটের সমন্বয় সমিতির বৈঠকের পর এই সমর্থনের কথা জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী পি চিদম্বরম।

বৈঠক শেষে চিদম্বরম বলেন, শরিকরা সবাই প্রধানমন্ত্রীর গৃহীত নীতিগত সিদ্ধান্তগুলিকে সমর্থন করেছেন। ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি ছাটাই-এর মতো কঠোর পদক্ষেপ এবং বহু পণ্যের খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্তগুলি অর্থনৈতিক প্রয়োজনীয়তার খাতিরেই নেওয়া হয়েছে এবং দেশে লগ্নি বৃদ্ধির জন্য এগুলি অপরিহার্য ছিল বলে শরিকরা সহমত হয়েছেন।

বৈঠকে অবশ্য তৃণমূলের সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনাই হয়নি বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।
 
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরাণ্বিত করতে  আরও বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণের পক্ষে সওয়াল করেন।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, এবার থেকে প্রতিমাসের শেষ শুক্রবার বৈঠকে বসবে সমন্বয় কমিটি৷ তবে এদিনের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে কোনও আলোচনা হয়নি বলে বৈঠক সূত্রের জানা গেছে৷

মহারাষ্ট্রে সেচ কেলেঙ্কারি নিয়ে কংগ্রেস-এনসিপি দ্বন্দ্ব এবং অন্যতম শরিক ডিএমকে’র কেন্দ্রের আর্থিক সংস্কারে অসন্তোষ প্রকাশের পটভূমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপি প্রধান শারদ পাওয়ার, রাষ্ট্রীয় লোকদল প্রধান অজিত সিংহ, ইন্ডিয়ান মুসলিম লিগ নেতা ই আহমেদ এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।