কলকাতা: বাস ভাড়া বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বেসরকারি বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। এ সময়ের মধ্যে ভাড়া বাড়ানো না হলে সড়ক থেকে বাস তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তারা।
এর আগে ১৭ সেপ্টেম্বর থেকে ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু করেন বেসরকারি বাস মালিকরা। যার পরিপ্রেক্ষিতে রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্র ১৯ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে বৈঠকে ডাকেন বাস মালিকদের।
এ সময় প্রতিশ্রুতি দেওয়া হয় ভাড়া বৃদ্ধি নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে। বাস মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিরা এ কমিটিতে থাকবেন। ৩০ তারিখের মধ্যে ভাড়া বাড়ানোর প্রতিশ্রুতি দেয় সরকার। পরিবহনমন্ত্রীর প্রতিশ্রুতিতে ধর্মঘট প্রত্যাহার করেন বাস মালিক সংগঠনের নেতারা।
কিন্তু পরিবহন মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় বৃহস্পতিবার ফের বৈঠকে বসেছিলেন বাস মালিকরা। বৈঠকের পরেই ভাড়া বৃদ্ধির দাবিতে বাস তুলে নেওয়ার হুঁশিয়ারির কথা ঘোষণা করেন বাস মালিকরা।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১২
আরডি/সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর