ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ভাড়া না বাড়লে ধর্মঘট দেবে বাস ও ট্যাক্সি সংগঠন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১২

কলকাতা: বাস ও ট্যাক্সির ভাড়া ৮ অক্টোবরের মধ্যে না বাড়ানো হলে ৯ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে বাস ও ট্যাক্সি সংগঠনগুলো। পশ্চিমবঙ্গ সরকারকে এ হুঁশিয়ারি দেয় তারা।



তবে ভাড়া বৃদ্ধির বিকল্প হিসেবে বাস মালিকদের ব্যাঙ্ক ঋণে ছাড় দেওয়ার ভাবনা রয়েছে পরিবহনমন্ত্রী মদন মিত্রের৷

বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনিবাস কো-অর্ডিনেশন কমিটি ও বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনসহ ৮টি সংগঠন মঙ্গলবার ভাড়া বৃদ্ধির ব্যাপারে নিজেদের অবস্থান স্থির করতে বৈঠকে বসে ৷ বৈঠকে  সরকারকে ৮ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ দাবি করেছেন বাস ও ট্যাক্সি সংগঠনের প্রতিনিধিরা।

এদিকে, মঙ্গলবার বাস ভাড়া বৃদ্ধির বিকল্প হিসেবে এক বছর ঋণের কিস্তি দেওয়া থেকে পরিবহন মালিকদের রেহাই দেওয়ার ব্যাপারে ব্যাঙ্কের সঙ্গে সরকার কথা বলতে পারে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী মদন মিত্র৷

তিনি এ সময় বাস ও ট্যাক্সি সংগঠনগুলোকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুজোর মুখে ধর্মঘট সরকার বরদাস্ত করবে না৷

রাজ্য সরকার ও বাস-ট্যাক্সি সংগঠনগুলোর এ অনড় অবস্থানের মধ্যে কার্যত বেহাল দশা এখন সাধারণ মানুষের ৷

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২
আরডি/সম্পাদনা : শাহেদ হোসেন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।