ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহনের বাচন ভঙ্গি নকল মমতার, তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২

কলকাতা: একদা দুই জোট শরিকের পরস্পর বিরোধী মন্তব্যে উত্তাল ভারতীয় রাজনীতি। সুযোগ পেলেই তৃণমূল আর কংগ্রেসের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ ও অশালীন আচরণ করছেন।



সম্প্রতি জাতীয় সংবাদভিত্তিক টিভি চ্যানেল সিএনএন-আইবিএনএনে তৃণমূল কংগ্রেস প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাচন ভঙ্গির নকল করে তীব্র কটাক্ষ করেছেন। এর পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, টাকা ও পেশিশক্তির জোরে ক্ষমতা ধরে রেখেছে কংগ্রেস।

শুধু তাই নয়, তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, সামনের লোকসভা নির্বাচনে একটিও আসন পাবে না কংগ্রেস।

এদিকে এ নিয়ে শুক্রবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তৃণমূল নেত্রীকে পাল্টা কঠাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতারা।

‘তারা নন, পেশিশক্তি আর অর্থবলে ভর করে ক্ষমতায় রয়েছেন মমতা’- তৃণমূল নেত্রীর কটাক্ষের জবাবে এমনই বলেছে কংগ্রেস৷

মমতার নকল করার কথা বলায় হেসেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এমনটাই বলেছেন রাজ্য কংগ্রেসের নেতা ও সদ্য সাবেক মন্ত্রী  মানস ভূঁইয়া৷

দিল্লিতে কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বলেন, মানি, মাসল পাওয়ার আর মমতা একই কথা।

সাংসদ দীপা দাশমুন্সি বলেছেন, ‘‘অসৌজন্য আচরণ। আমরা মানহানির মামলা করব কি না তা ভাবছি। ’’

অন্যদিকে তার বক্তব্য থেকে সরতে রাজি নন মমতা ব্যানার্জি। শুক্রবার উলুবেড়িয়ায় এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘আমাকে ভয় দেখানো যাবে না৷ এফডিআই মানবো না৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে যে সমস্ত রাজনীতিকদের কিছু আসে যায় না, তাদের সঙ্গে কোনো আপোস নয়৷’’

কেন্দ্রীয় সরকার মাছের তেলে মাছ ভাজার পক্ষপাতী বলেও মন্তব্য করেন মমতা৷

তিনি আরও বলেন, কেন্দ্র ধমকের রাজনীতি করছে৷ কিন্তু ধমক দিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।