ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যুক্তরাষ্ট্র বা কোনো বিদেশি রাষ্ট্রের চাপে সংস্কার নয়: মনমোহন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
যুক্তরাষ্ট্র বা কোনো বিদেশি রাষ্ট্রের চাপে সংস্কার নয়: মনমোহন

নয়াদিল্লি: ভারতের বর্তমান আর্থিক সংস্কারে তার নীতি যুক্তরাষ্ট্র বা কোনো বিদেশি রাষ্ট্রের চাপের জন্য নয় বলে শনিবার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে ভারতের সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আর্থিক সংস্কার থেকে পিছু হটার কোনো প্রশ্নই নেই ৷ লোকসভা ভোট এগিয়ে আনার সম্ভাবনাও নেই ৷ কোন বিদেশি দেশের হয়ে তিনি বা তার সরকার কাজ করেন না।

  এফডিআই’র সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্কই নেই। আমরা কারো দ্বারা প্রভাবিত নই। ’’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বা কারোর অঙ্গুলি হেলনে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷  দেশের জন্য, দেশের মানুষের জন্য আর্থিক সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে৷

তিনি আরও বলেন, ইউপিও-২ সরকার থেকে তৃণমূল সমর্থন তুলে নিলেও তৃণমূলের প্রতি কোনো তিক্ততা নেই তার মনে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।