কলকাতা: ভারত জুড়ে ডিজেলের মূল্য বৃদ্ধি হলেও এখনই বাস ভাড়া বৃদ্ধিতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার ৷
বাস ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠক করেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা৷
বৈঠকের পর ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাস চালানোয় যে সমস্যা হচ্ছে, সে কথা স্বীকার করে নিয়ে পরিবহনমন্ত্রী বলেন, “পরিস্থিতি খুব জটিল। বাস ভাড়া বাড়ানো নিয়ে আরও আলোচনা প্রয়োজন।
আন্দোলনের পথে না হেঁটে এবার অন্য কৌশল নিল বাস মালিকরা ৷ সড়কে স্বাভাবিকভাবেই কমবে বাস, সাফ বুঝিয়ে দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ৷
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর নিজেদের মধ্যে বৈঠক করেই পরবর্তী কর্মসূচি স্থির করবে তারা।
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
আরডি/ সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ,নিউজরুম এডিটর